মাসিক অগ্নিবার্তার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টার :

জাতীয় ম্যাগাজিন মাসিক অগ্নিবার্তার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পালিত হয়েছে। আজ২৪ এপ্রিল  বৃহস্পতিবার জাতীয় শিশুকল্যান পরিষদের মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।  মাসিক অগ্নিবার্তার সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ এ সৌরভ খান, বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহমেদ সহ অনেকে।

বিশেষ অতিথির বক্তব্যে মিয়াজি সেলিম আহমেদ বলেন, সাংবাদিকদের কলম চলবে অবিচল। আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলে যাবো সারাজীবন। তাতে যতো বাধা আসুক না কেন আমাদের কলম চলবে সত্যের পথে। আজকাল নির্ভীক সাংবাদিকতার অনেক অভাব, আমাদের সৎ ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের গণমাধ্যম কর্মীর মুল লক্ষ্য হওয়া উচিৎ।

প্রধান অতিথি তার বক্তব্যে সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ বলেন, দেশ ও জাতীর কল্যান কামনায় সাংবাদিক এক অন্যান্য দৃষ্টান্ত। সাংবাদিক ও গণমাধ্যম রয়েছে বলেই আজ অন্যায়কে সমাজের সামনে তুলে ধরতে পারে। সততার সাথে এগিয়ে চলুক গণমাধ্যম এই প্রত্যাশা কামনা করি।

মাসিক অগ্নিবার্তার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাসিক অগ্নিবার্তার বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাতুল ইসলাম জিন্নাহ, ড. আবুল কালাম আজাদ, সহ অনেক বিশিষ্টজন। আলোচনা শেষে গুণীজনদের সম্মাননা ভূষিত করেছেন মাসিক অগ্নিবার্তার পরিবার। গুণীজন সম্মাননা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন বিনোদন মুলক অনুষ্ঠান পালিত হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement