নিজস্ব প্রতিবেদক:
আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদকের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের মা কোহিনুর বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ এক মাস স্কোয়ার হাসপাতালে ভর্তি ছিলেন কোহিনুর বেগম। গতকাল রোববার শরীরের অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় সেখানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। সোমবার সন্ধ্যায় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যু কালে কোহিনুর বেগমের বয়স ছিল ৬৫ বছর।তিনি ২ ছেলে ৩ মেয়ের জনক।জামতা নাতি-নাতনিসহ অসংখ্য গুণীজ্ঞানী রেখে গেছেন।
মরহুমার জানাজা নামাজ মগবাজার পেয়ারাবাগ জামে মসজিদে ফজর নামাজ বাদ অনুষ্ঠিত হবে।জানাজার শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ বন্ধুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং জান্নাতে তার উচু মাকাম কামনা করে দোয়া করেন।