মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মনোহারপট্টিতে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শিকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেনসহ দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ মার্চ) বিকালে পায়রা বন্দর স্টেশনের পেটি কর্মকর্তা নেসারুল ইসলাম বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদারসহ বিএনপির ৫ নেতাকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় সরকারি গোয়েন্দা কার্যক্রমে বাধা, সরকারি সামরিক সদস্যকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement