মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির বনভোজন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহিন চৌধুরীঃ

ঢাকা মিরপুরের তামান্না ওয়ার্ড পার্কে গতকাল শনিবার উৎসব মুখর পরিবেশে মিরপুর কি ব্যবসায়ী সোসাইটির উদ্যোগে ২০২৪ বনভোজন  অনুষ্ঠিত হয়। সৌজন্যে পাশে ছিলেন যমুনা ফ্যান ক্যাবলস লিঃ।তামান্না পার্কের মুক্ত মঞ্চে কমলমতি শিশুদের মধ্যে কোর আন তেলোয়াত প্রতিযোীতা ও কবিতা আবৃতি  সহ শিশুদের  প্রতিভা প্রকাশ করা হয়।   সাথে আকর্ষনিয়  রাফেল  ড্রর মাদ্ধমে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটিরচেয়ারম্যান মোঃ আবুল খায়ের তালুকদার বলেন, আজকে আমার মনে বার বার একটি কথা ও আওয়াজ ভেসে আসছে ভয় নেই ভয় নেই সফল ব্যবসায়ীরা কখনো পেছনে ফিরে তাকায় না সেই সাথে সম সময় আমাদের পাশে থেকে এমনি কিছু উপদেশ দিয়ে  সব সময় আমাদের বলতেন। তিনি  যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম বাবুল তিনি আমাদের সম্মানিত ব্যক্তি। মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ীদের বনভোজন শুরু হলেই  আমরা সব সময় বাবুল সাহেবকে পাশে পেতাম এখনো বাবুল সাহেবের স্ব পরিবার আমাদের পাশে আছেন আমরাও সব সময় তাদেরকে পাশে চাই।  তিনি আরো বলেন আজকে  উৎসব মুখর পরিবেশে  দেশের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটিরঃ মোঃ হারুন আর রশীদ ভাইস চেয়ারম্যান।মোঃ সাদেকুর রহমান ভাইস চেয়ারম্যান। মোঃ জাহাঙ্গীর আলম অর্গানাইজিং সেক্রেটারী।মোঃ সিরাজুল রহমান খান অডিটর।মীর মোহাম্মদ আবুল বাশার জয়েন্ট সেক্রেটারী। এবং বনভোজন ও মিলন মেলা উদযাপন কমিটির প্রধান সসন্বয়ক মোঃ আশরাফ আলী সোসাল ওয়েল সেক্রেটারী।যগ্ম সমন্বয়ক মোঃ লোকমান হোসেন পরিচালক। যুগ্ম সমন্নয়ক মোঃ এনামুল হক সোহেল পরিচালক। যগ্ম সমন্বয়ক মোঃ মান্নান ট্রেজারার।যুগ্ম সমম্বয়ক মোঃ গোলাম ফারুক স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী।

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement