মোঃ আশ্রাফ আলী হাওলাদার, মির্জাগঞ্জ :
পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৫ মার্চ ) সুবিদখালী দারুস্সুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ (পান্না), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম সিকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফ সালাউদ্দিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মোহসীন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মনজু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারন সম্পাদক রুবেল মৃধা, আমিনুল ইসলাম মিনু, সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
দারুস্সুন্নাত জামে মসজিদের ইমাম ও খতিবের পরিচালনায় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।