খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার নিকটবর্তী এলাকা থেকে ৮ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও দায়ের হয়েছে।
জানা গেছে, মোরেলগঞ্জ পৌর শহরের ১ নং ওয়ার্ড বারইখালী গ্রামে থানার নিকটবর্তী বাসিন্দা রানা মাতুব্বরের স্কুল পড়ুয়া মেয়ে হালিমোন (১৪) সোমবার সকালে নিজ গৃহের শ্লিং ফ্যানের সাথে পরিহিত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে প্রতিবেশীরা থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় প্রতিবেশী ওই ছাত্রীর সম্পর্কে দাদা আল আমিন শেখ জানান, হালিমোন ছোট বেলা থেকেই ছোলমবাড়ীয়া তার নানা বাড়িতে থাকে। গতকাল বিকেলে তার ফুফু বাড়ি থেকে নিজ বাড়িতে আসে এবং রাত্রে তাদের সাথে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে যায়। পরদিন সকালে বেড়িয়ে ঘুরে ফিরে নিজ গৃহে ঢুকে দরজা বন্ধ করে দেয় হালিমোন। পরে স্বজনরা সকালের খাবার খেতে ডাকলে সারা না পাওয়ায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ফ্যানের সাথে হলিমোনের মরদেহ ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ নামিয়ে নেয়। নিহত হালিমোন রওশনারা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। ২ বছর বয়সে তার মা পিতাকে ছেড়ে অন্যত্র বিবাহ করে, তার পিতাও ২য় বিবাহ করে ঢাকায় থাকেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কে,এম শওকত হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিনি পুলিশের একটি টিমসহকারে ঘটনাস্থল থেকে ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে।