মশাহিদ আহমদ, মৌলভীবাজার :
মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তাফুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে বাড়ীতে থাকা তার শেখ মেহেরুন নেসা (৬৫) ও তার চাচী ফুলেছা বেগম (৬০) মৃত্যুবরণ করেছেন। গত ৭ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ৩ঘটিকার দিকে এ অগ্নিকান্ড ঘটে।
বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা আরজান মিয়া জানান, রাত দুইটার দিকে হঠাৎ ঘরের ভিতরে আগুন দেখে জোরে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।