মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ১১ সেপ্টেম্বর। জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুত্রধর এর নেতৃত্বে শহরের চাঁদনীঘাট এলাকা থেকে র্যালী বের হয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
মৌলভীবাজার জেলা মহিলা দলের সভাপতি নাসরিন সুলতানা সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুত্রধর এর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-মৌলভীবাজার জেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো: হেলু মিয়া, পৌর বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার মজুমদার ইমন, থানা বিএনপি‘র সাধারণ সম্পাদক মারুফ আহমদ, থানা বিএনপি‘র সদস্য তাওহীদ ইসলাম, জেলা মহিলা দলের সদস্য সোয়ারা বেগম, লিবিয়া বেগম,নেওয়া বেগম ও সাথী আক্তার প্রমুখ।