মশাহিদ আহমদ, মৌলভীবাজার :
মৌলভীবাজারে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জব ফেয়ার,মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার বিকালে। এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, মৌলভীবাজার এর সহ: জেনারেল ম্যানেজার মো: শাহজাহান আলী আকন্দ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে-এর জেনারেল ম্যানাজার মো: হাবিবুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- দৈনিক ইত্তেফাক, মৌলভীবাজার ষ্টাফ রির্পোটার নজরুল ইসলাম মুহিব, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ, ইউসেফ বাংলাদেশের প্রতিনিধি এমদাদুল হক, ডায়গনস্টিক সেন্টার প্রতিনিধি সৈয়দ নাইমুল। প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন- এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষক মো: শামীমুর রহমান। “তারুণ্যের উৎসব-২০২৫ইং” শিল্প উদোক্তা, সেবা উদোক্তা, স্বেচ্ছাসেবী সংস্থা, ইউসেফ বাংলাদেশ ও এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মৌলভীবাজার এর সাবেক ও বর্তমান প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। মূলত : লক্ষ্যভুক্ত জনগোষ্ঠির মধ্যে উদ্যোক্তা তৈরীতে ভূমিকা সম্পর্কে আলোচনা, জব ফেয়ার, পরিস্কার পরিছন্নতা ও বিনোদন এর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।