মশাহিদ আহমদ, মৌলভীবাজার :
মৌলভীবাজার সদর উপজেলার পংমদপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত রেদুয়ান হত্যা কান্ডের ঘটনায় জেল হাজতীয় এজাহার নামীয় ২নং আসামী লেফাছ মিয়া (৩৪)-এর ৩দিনের রিমান্ড মঞ্জুর। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিপু কুমার দাস তার ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে মৌলভীবাজার ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক গত ১৯ জানুয়ারি তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে- পূর্ব বিরোধের জের ধরে বিগত ২৮ জুলাই-২৪ইং, পূর্ব লামুয়া গ্রামের আকবর হোসেন, লেফাছ মিয়াগংরা পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলা চলাকালীন সময়ে রেদুয়ান মিয়ার মাথায় মধ্য খানে গুলি করলে সে মাটিতে লুঠে পড়ে। অবস্থা আশংকাজনক হবার কারনে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। রাত অনুমান ৯: ২০ ঘটিকায় রেদুয়ান মৃত্যুবরন করেন। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় অন্যান্য আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।
এ ঘটনায় পূর্ব লামুয়া গ্রামের আকবর হোসেন (৫৫), লেফাছ মিয়া (৩৪),আকমান মিয়া (৩৯), মহসিন মিয়া (২৮), লিয়াকত মিয়া (৪৪), মুকিত মিয়া (৫০), সায়েক মিয়া (৪৫), জয়তুন বিবি (৫০), জাবেদ আলী (৩০), সুমন মিয়া (২৬), ছায়েদ মিয়া (৫০), জমসেদ মিয়া (৬০), জাবেদ মিয়া (২৭), সোহেল মিয়া (৩৫), ফয়সল মিয়া (৩২), এমরান মিয়া (২২), হুমায়ুন আহমেদ (২৬), সুফি মিয়া (৬০), মিছিল মিয়া (৩৫), লেফাছ মিয়া (৬০), ফুলকাছ মিয়া (৫০), ছিকন মিয়া (৪৫), ডালিম মিয়া (৫৫), কালাম মিয়া (৬০), রিপন মিয়া (৪৫), রাসেল মিয়া (৩৫), আফজল মিয়া (২৮), আনই মিয়া (৩৫), শ্যামল মিয়া (৩৭), এনামুল মিয়া (৩০), আহাদ মিয়া (৫০), জামাল মিয়া (৩৫), রাজিব মিয়া (৩৭), জাহেদ মিয়া (২৮), সাহেদ মিয়া (২২), জাহাঙ্গীর মিয়া (২৮), সাইদুল মিয়া (৩৫), সামছুল হক (৩৫), আইনুল হক (২৮), সেলু মিয়া (৩৫), লিলু মিয়া (৫০), নুরুল হক (২৭), কালাই মিয়া (৩৬), রুপালী মিয়া (৬০), হাসান মিয়া (২২) জমির মিয়া (৩৫),কাওছার মিয়া (৩৫), কাদির মিয়া (৬০), শাহান মিয়া (২৮), দিলাবর মিয়া (৫৫), জয়নাল মিয়া (২৫), সুন্দর মিয়া (৬০), জসিম মিয়া (৩৫), সাকিন মিয়া (২০),রায়হান মিয়া (১৯), ইমন মিয়া (১৯), মতিন মিয়া (২৫), শাহিন মিয়া (২২), আশিক মিয়া (৫৫), কালা মিয়া (৩৫), তাজেল মিয়া (২৫), নুর আহমদ (২২), ছালেহ আহমদ (২৫), জাহেদ মিয়া (২১), উজ্জল মিয়া (২০), রাহেল মিয়া (১৯), তার মিয়া (৫০), শাবনাজ মিয়া (১৯), আমির উদ্দিন (৪৫)সহ অজ্ঞাতনামা ১০/১৫জনকে আসামী করে পূর্ব খলিলপুর গ্রামের রেশনা বেগম বাদী হয়ে (জিআর- মামলা নং-২১৫/২৪) মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিপু কুমার দাস আজ বিষয়টি নিশ্চিত করে জানান- রেদুয়ান হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হবে।