মশাহিদ আহমদ, মৌলভীবাজার :
মৌলভীবাজার সদর উপজেলাধীন ইউনিয়ন ভূমি অফিস, নানকার এর আওতাভূক্ত পালপুর মৌজায় প্রায় কোটি টাকা মূল্যের ৪.৩৩ একর সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। জানা যায়- মনুরমুখ ইউনিয়ন এর পালপুর মৌজায় স্থানীয় প্রভাবশালী কিছু ভূমিদস্যু কর্তৃক জেলা প্রশাসক, মৌলভীবাজার এর নামে রেকর্ডকৃত সরকারি ১নং খাস খতিয়ানের ভূমি অবৈধ ভাবে দখল করে।
গতকাল সোমবার মৌলভীবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ভূমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়। এবং কেউ যাতে অবৈধভাবে সরকারি ভূমি বেদখল করতে না পারে এ বিষয়ে স্থানীয় জনসাধারণকে অবহিত করেন। এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার জানান- “সরকারি খাসজমি রক্ষার্থে আমরা বদ্ধ পরিকর। অবৈধভাবে কেউ যেন সরকারি খাসজমি দখল করতে না পারে এ ব্যাপারে আমাদের তদারকি অব্যাহত আছে।