মশাহিদ আহমদ, মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলা বিএনপিতে ১জন সদস্য সচিব ও ৩জন সদস্য পদে দায়িত্ব পেলেন। গত ৩১ ডিসেম্বর-২০২৪ইং, বিএনপি‘র সিনিয়র যুগ্ন মহামচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবী স্বাক্ষরিত দলীয় প্যাডে- আব্দুর রহিম রিপন-কে সদস্য সটিব এবং সুনীল কুমার, রহমান মজনু ও শ্যামলী সুত্রধর-কে সদস্য হিসাবে মনোনিত করে অন্তর্ভুক্তি করার জন্য জেলা বিএনপি‘র আহবায়ক ফয়জুর রহমান ময়ুন বরাবর প্রেরিত পত্রে (সুত্র- স্বারক নং- বিএনপি/সাধারণ/৭৭/৩২৮/২০২৪ইং) এ বিষয়টি নিশ্চিত করা হয়।