যুগান্তর সম্পাদকের মানহানি অতঃপর বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খোন্দকার আব্দুল মান্নান বাবুঃ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এরই মধ্যে বিজ্ঞপ্তিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। গত ২৫ মার্চ ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ক্লাব সূত্র জানায়, সদস্যপদ বহাল রাখতে ক্লাবের গঠনতন্ত্রের সাথে সংগতিপূর্ণ আচরণ করতে ব্যর্থ হয়েছে বাসস এমডি মাহবুব মোর্শেদ। নির্বাহী কামটির বৈঠকের আগে ক্লাবের একজন স্থায়ী সদস্য বাসস এমডির বিরুদ্ধে গুরুতর অসদাচরণের লিখিত একটি অভিযোগ উত্থাপন করেন। অভিযোগকারী ক্লাব গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান মোতাবেক মাহবুব মোর্শেদের সদস্যপদ বাতিলের দাবি জানান।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বাসস এমডি মাহবুব মোর্শেদ জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক, কবি এবং দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারের নামে বানোয়াট তথ্যসম্বলিত ফেসবুক পোষ্ট দিয়ে তার মানহানির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। আবেদনে আরো বলা হয়, মাহবুব বাসসে কর্মরত ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক হয়রানি, ফ্যাসিবাদী আমলের দুর্নীতির পদ্মাবলম্বনসহ স্বয়ং নিজে দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। এমনকি দুর্নীতির প্রতিবাদ করায় একজন সিনিয়র সাংবাদিককে পদচাত করে হয়রানি ও অপদস্থ করেছেন।

উল্লেখ্য, বিতর্কিত ফেসবুক পোষ্ট দিয়ে যুগান্তর সম্পাদকের মানহানির প্রচেষ্টার কারণে ঢাকার একটি আদালত ইতোমধ্যে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে সমন জারি করেছে। তাছাড়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বিগত ২৮ মার্চ বাসসে মাহাবুব মোর্শেদের আপত্তিকর কর্মকাণ্ডের প্রতিবাদে সংস্থা থেকে তার অপসারণ দাবি করে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি পেশ করেছে।

স্মারকলিপিটিতে অভিযোগ করা হয় যে, মাহবুব মোর্শেদ বাসসে সাংবাদিক ইউনিয়নের আইনসম্মত কর্মকাণ্ড বাধাবৃষ্টি ছাড়াও সংস্থায় ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক হয়রানি, ফ্যাসিবাদের দোসরদের সুরক্ষা, ফ্যাসিবাদী আমলের অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারে অনীহা, স্বয়ং নিজে দুর্নীতিতে লিপ্ত হওয়া এবং দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করায় একাধিক সিনিয়র সাংবাদিককে পদচ্যূতিসহ হয়রানি ও অপদস্থ করেছেন। পরবর্তীতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বরাবরেও একই স্মারকলিপি পেশ করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement