হারুন-অর-রশিদ বাবু: রংপুর প্রতিনিধি:
রংপুরে প্রশাসনের নীরবতায় চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব’ শিরোনামে গত ২২ মার্চ দৈনিক আমাদের কন্ঠে সংবাদ প্রকাশের পর অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে মিঠাপুকুর উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বালু উত্তোলনের তিনটি অবৈধ বালুর পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন।
এর আগে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুরে পুকুর খননের নামে গত তিনমাস থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় শাহ আলম গং। তিনমাস যাবৎ পকুরে থেকে ড্রেজার মেশিন দিয়ে অনবরত বালু উত্তোলনের ফলে পুকরের পাড় সংলগ্ন আবুল হোসেনের বাড়িসহ চার দিনমজুরের পরিবার বাড়ি ভেঙ্গে পুকুরে পড়ার ঝুঁকিতে থাকায়, হতদরিদ্র দিনমজুর আবুল হোসেন প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওই দিনমজুর ও তার পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট করে অবৈধ বালু ব্যবসায়ী শাহ আলম ও তার সাঙ্গপাঙ্গরা। এঘটনায় গত ১০ মার্চ ভুক্তভোগী আবুল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পর এসিল্যান্ড অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও থানা থেকে পুলিশ সদস্যরা এলে স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় শাহ আলম গং অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে পুনরায় বালু উত্তোলন শুরু করে। সেই সাথে বালু সিন্ডিকেট হোথা শাহ আলম ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলে, আমরা সব অফিস ম্যানেজ করেই বালু তুলতেছি। এরপরে কেউ অভিযোগ দিলে পা ভাঙ্গি দিবো।
পরে বিষয়টি নিয়ে দৈনিক আমাদের কন্ঠসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। উপজেলার অবৈধ বালু সিন্ডিকেট গুড়িয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছেন তারা।
মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুলতামিস বিল্লাহ জানান, সোমবার উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ গোপালপুর, এনায়েতপুর ও বুজরুক তাজপুর নামক জায়গায় অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাক্টর-ভ্যান, পাম্প মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে মিঠাপুকুর থানায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও মোবাইল কোর্টের মাধ্যমে, ভিতর ভাংনি এলাকার
শাহ আলম চৌধুরীর অবৈধ পয়েন্টে – ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা এবং খোর্দ্দ গোপালপুরে মোশাররফ হোসেন এর অবৈধ পয়েন্টে থেকে – ১,৭০,০০০/ এক লাখ সত্তর হাজার টাকা সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অন্য স্পটে নিয়মিত মামলার কার্যক্রম চলমান আছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান,অবৈধ বালু উত্তোলনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিভিন্ন বালুর পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে জরিমানা করার পাশাপাশি বালু উত্তোলনের সরঞ্জাম গুড়িয়ে দেয়া ও জব্দ করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।