হারুন-অর-রশিদ বাবু: রংপুর:
রংপুরে এনএসআই এর দেয়া তথ্যে অভিযান পরিচালনা করে দুই সেমাই কারখানায় জরিমানা করেছে “নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর”
০৯ মার্চ রোববার দুপুর ১২:৩০ টা থেকে বিকেল ৩:১০ ঘটিকা পর্যন্ত, জেলা এনএসআই রংপুর কার্যালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ড মাহীগঞ্জ এলাকায় দুইটি অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এনএসআই রংপুর কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আনসার ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রয়োজনীয় কাগজ না থাকার অভিযোগে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন তাজহাটের প্রাইড ফুড প্রোডাক্ট নামক একটি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মহানগরীর ৩৩নং ওয়ার্ড মন্দিরা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বৈধ কাগজ পত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরির দায়ে বাবা বেকারি (নিউ মাইশা ফুড) কে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও কারখানাটি বন্ধ করার নির্দেশ প্রদান করে ওই আদালত।
স্থানীয় সচেতন মহলের দাবী এসব অভিযান শুধু যেন রমজান উপলক্ষে না হয়। এসব কারখানায় সারা বছর জুরে “নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর”এর পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকা জরুরী। অসাধু ব্যাবসায়ীরা গণমানুষের স্বাস্থ্যের কথা ভুলে গিয়ে শুধু নিজের পকেট ভরতেই আমাদের তীলে তিলে হত্যা করছে। শুধু জরিমানা করেই ছেড়ে দিলে হবেনা, জরিমানা করার পাশাপাশি অসাধু ব্যাবসায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। আইনের সঠিক প্রয়োগ অথবা আইন করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।