রাজধানীতে অপহৃত শিশুকে মঠবাড়িয়া থেকে উদ্ধার করল র‌্যাব

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ

 

রাজধানীর সদরঘাট থেকে অপহৃত আব্দুল্লাহ আল নূর তুষারকে (৮) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে (র‍্যাব)। এ ঘটনায় শিশুটির মায়ের পরিচিত যুবক হৃদয়কে (৩০) গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সংস্থাটি।

 

রবিবার (৬ অক্টোবর) দুপুরে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‍্যাব জানায়, গতকাল (৫ অক্টোবর) র‌্যাব-২, সদর কোম্পানী ও র‌্যাব-৮, সিপিএসসি ক্যাম্পের একটি যৌথ অভিযানে ঢাকার কোতয়ালী থানার সদরঘাটের সোয়ারীঘাট এলাকা হতে অপহৃত শিশু ভিকটিম মোঃ আবদুল্লাহ আল নূর তুষার (০৮)’কে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন প্রত্যন্ত আমড়াগাছিয়া এলাকা থেকে উদ্ধার করে। ঘটনাস্থলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান।

 

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিমের মা বিলকিস বেগমের সাথে অপহরণকারী হৃদয় (৩০) নামে অজ্ঞাত এক তরুণের মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৩০ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৫টার সময়  আবদুল্লাহ আল নূর তুষার (০৮)’কে সাথে নিয়ে ভিকটিমের মা সোয়ারীঘাট এলাকায় অপহরণকারী হৃদয়ের সাথে দেখা করতে যান। পরবর্তীতে অপহরণকারী হৃদয় অপহৃত ভিকটিমকে চিপস কিনে দেয়ার কথা বলে বর্ণিত স্থান থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা বিলকিস বেগম সদরঘাটের সোয়ারীঘাট ও এর আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে ভিকটিমকে না পেয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডাইরী করেন।

 

গত ০২ অক্টোবর অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মা বিলকিস বেগমকে ফোন করে ভিকটিমের মুক্তিপণ হিসাবে ২,০০,০০০(দুই লক্ষ) টাকা দাবী করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে, ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানার একটি মামলা দায়ের করেন, যার মামলা নং – ০১/১৯৪। সেই সাথে ভিকটিমের পিতা র‌্যাব-২ এর অধিনায়ক বরাবর আইনি সহায়তা চেয়ে একটি আবেদন করেন।

 

বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে অপহৃত ভিকটিমকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এবং র‍্যাব-৮ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক তথ্যপ্রযু্ক্তি ব্যবহারের মাধ্যমে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার প্রত্যন্ত অঞ্চলে আসামীর অবস্থান সনাক্ত করে। সে প্রেক্ষিতে, র‌্যাব-৮, সিপিএসসি এবং র‌্যাব-২, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বৈরী আবহাওয়ার মধ্যেই পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন প্রত্যন্ত আমড়াগাছিয়া এলাকায় দূর্গম স্থানে রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে খালের পাড় হতে অপহৃত শিশু ভিকটিম মোঃ আবদুল্লাহ আল নূর তুষার (০৮)’কে উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী ভিকটিমকে ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা ও সেবা দেওয়ার পর তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *