জাহেদ হাসান, কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চেইন্দায় সুপারি গাছ রোপণ করে ঘেরা বেড়া দিয়ে সংরক্ষিত বনভূমি দখলের চেষ্টাকালে অভিযান চালিয়ে প্রায় ১ একর বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল হক নির্দেশনায় ও চেইন্দা বিটের বিট কর্মকর্তা ফছিউল আলম শুভ’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া বিট কর্মকর্তা ফছিউল আলম শুভ জানান,একদল ভূমিদস্যু বনভূমি দখলের উদ্দেশ্যে চেইন্দা বিটের ২০১৪-১৫ সনের সামাজিক বনায়নের আর.এস দাগ নং ১৩৯০ এর সংরক্ষিত বনভূমি জবরদখল করতে ঘেরা বেড়া দিয়ে সুপারি গাছ রোপণ করছে।এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘেরাবেড়া ভেঙে জবরদখল উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে। এসময় জবরদখলের উদ্দেশ্যে রোপন করা সুপারি গাছের চারা জব্দ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে চাইন্দা বিটের স্টাফ, সিপিজি ও সামাজিক বনায়নের উপকারভোগী সদস্যারা সহযোগিতা করেন। এ ব্যাপারে বনভূমি দখলকারীদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন বিট কর্মকর্তা ফছিউল আলম শুভ।