বগুড়া প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে মুক্তির ফুল বাড়ীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । শনিবার সকাল পৌনে ৭টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্তিরফুলবাড়ীতে পুষ্পামাল্য অর্পণ করা হয়। বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম-আহ্বায়ক রাহাত রিটু, সাইফুল ইসলাম, মোস্তফা মোঘলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বগুড়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকেও মুক্তির ফুলবাড়ীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস ছাত্তার, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মোস্তফা মোঘল, ইকবাল হোসেন, আইনুর ইসলাম, সেলিম, উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।