কাঠালিয়া প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জাতীয় পতাকা হাতে বিজয় র্যালি করেন আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ ছাত্রদল, কলেজ ছাত্র দলের আহ্বায়ক ইমরান গোলদার ও সদস্য সচিব মামুন পোদ্দার এর নেতৃত্বে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গন প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে র্যালি শেষ হয়।
র্যালি শেষে আহবায়ক ইমরান গোলদার বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতের প্রতিটি স্বাধীনতা ও বি জয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে।
সদস্য সচিব মামুন পোদ্দার বলেন, বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।