সেলিম শেখ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা মোমতাহিনা ফুড এন্ড অয়েল মিলসের সামনে দু:স্থ, অসহায় ও ছিন্নমূলদের ৩০০ জনের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে সংগঠণের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া এসব কথা বলেন।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈরাগীরচালা রওজাতুল উলুম মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া, মোমতাহিনা ফুড এন্ড অয়েল মিলসের মহা ব্যবস্থাপক (জিএম) মোফাজ্জল হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী রুহুল আমীন, রফিকুল ইসলাম, বিশ্বজিৎ শ্রীপুর পৌর বিএনপি’র কোষাধ্যক্ষ এস এম ফরহাদ মিয়া, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল হক ভূইয়া শ্যামল, মোহাম্মদ নাঈম ভূঁইয়া প্রমুখ।