শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ডেভিল হান্ট অভিযানে সাবেক সংসদ সদস্য, আওয়ামীলীগ নেতা এবং ছাত্রলীগ কর্মীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামীলীগর সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের আলাউদ্দিন শিকদারের ছেলে স্বেচ্ছাসেবক লীগ সদস্য নাঈম হোসেন (৪০), পৌরসভার বহেরার চালা এলাকার আব্দুল খালেক খোকার ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদুল ইসলাম নিশাত (২৩), ভাংনাহাটি এলাকার মৃত মোজাফফর আওয়ামীলীগ কর্মী আলীর ছেলে রোমান আহমেদ (৩৮), আওয়ামীলীগ কর্মী মাওনা উত্তরপাড়া এলাকার এলাহি বক্সের ছেলে মইজুদ্দিন (৬৫) এবং তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের হোসেন খানের ছেলে জাহাঙ্গীর (৩৫)।
ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, সাবেক এমপি চয়ন ইসলাম গত প্রায় দুই মাস যাবত তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের টেডনপাড়া এলাকার এক বাড়ীতে আত্মগোপনে ছিলেন। ওই সংবাদে পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা ওই বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার (১০ ফেব্রæয়ারি) দুপুরে চয়ন ইসলামকে গাজীপুর আদালতে পাঠিয়েছে।