শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মওদুদ হাওলাদার।
এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল।এছাড়াও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো.এহসানুল হক, সহ-সম্পাদক (দপ্তর) এম.মুসলিম চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য মো.শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, আবুজার রহমান বাবলা, প্রেসক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, মাওলানা মো. আব্দুর রব, মো. শাহাব উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন জসিম, আমজাদ হোসেন বাচ্চু, মো. গোলাম কিবরিয়া জুয়েল, অরবিন্দ দেব, শামসুল ইসলাম শামীম ও সাংবাদিক মোহাম্মদ আলামিন প্রমুখ। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।