সত্য ঘটনার ছায়া অবলম্বনে রায়হান রাফীর ‘আমলনামা’

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই রায়হান রাফীর। ‘‘জানোয়ার’’, ‘‘ফ্রাইডে’’, ‘‘টান’’, ‘‘খাঁচার ভেতর অচিন পাখি’’র পর এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে তিনি নিয়ে আসছেন ‘‘আমলনামা’’। চরকি অরিজিনালে ফিল্মটি মুক্তি পাবে শিগ্রই। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার। যেখানে জুটি বেঁধেছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে এই সিনেমাটি। এর আগে সিনেমাটির পূর্বাভাস অর্থাৎ ফোরটেস্ট প্রকাশ্যে এসেছে। চরকির ফেসবুক পেজে সেই ফোরটেস্ট এর ভিডিও প্রকাশ পায়। ক্যাপশনে লেখা, ‘‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি।’’

ভিডিওর প্রথমদিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায়, মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয়শিল্পীরা।

তবে কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা, তা এখনই বলতে চান না রায়হান রাফী। জানালেন, দর্শকরাই সেটা আবিষ্কার করুক।

গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন রাফী। ‘আমলনামা’র মধ্য দিয়ে অনেকদিন পর ওটিটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায়। রায়হান রাফীর গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement