সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা যশোর সড়কের ছয়ঘরিয়ায় মোটর সাইকেলে ও ড্রাম্পার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সড়কের ছয়ঘরিয়া ইটভাটার মোড়ে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,শহরের মুনজিতপুর এলাকা মৃত জামাল সরদারের ছেলে আল হেলাল জয় (১৮) ও মাছ খোলা এলাকার মো.হাবিবুল্লাহের ছেলে শিহাব(১৯)।
প্রতক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে দুই বন্ধু একটি ইয়ামা এফ জেড ভার্শন -২মোটর সাইকেল যোগে কলারোয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছয়ঘরিয়ার ইটভাটা মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে মুুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় দুই বন্ধু।
ওই সময় চালক ও হেলপারকে স্থানীয়রা আটক করলে কৌশালে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মরাদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক এবং হেলাপার পালিয়েছে।