সাতক্ষীরার তালায় সন্ত্রাসী ও চাঁদাবাজকে ধরে পুলিশে দিল জনতা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা :

সাতক্ষীরার তালা উপজেলার   মাগুরা বাজারে রবিবার (৯মার্চ)  দুপুর ১২ টার দিকে  কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী সাঈদ সরদার  (৩৫)  নামে একজনকে ধরে  পুলিশে দিল স্থানীয় বিএন পির  নেতাকর্মী ও ভুক্তভোগী জনতা। আটক চাঁদাবাজ সাঈদ সরদার মাগুরা গ্রামের মাহফুজ  সরদারের পুত্র ।

প্রতক্ষদর্শী ও  স্থানীয়রা জানান,গত ৫ আগষ্টের পর স্থানীয়  সংখ্যালঘু সম্প্রদায় লোকদের নিকট ভয় দেখিয়ে চাঁদা দাবাজী করে আসছিল সে।  তা ছাড়া এই সাইদ দীর্ঘ দিন  আওয়ামীলীগের সাথে মিশে এলাকায়  সন্ত্রাসী,চাঁদাবাজী, মাদক বিক্রয়সহ বিভিন্ন অপকর্মে  লিপ্ত  ছিল।

মাগুরা ইউনিয়ন  ছাত্রদলের  সভাপতি  সোহাগ হোসেন  জানান, বর্তমানে সে ছাত্রদল ও যুব দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করত।

এই সাঈদের বিরুদ্ধে  কেউ কথা বলতে সাহস পেতো না। শুধু তাই নয় তার বিরুদ্ধে  তালা থানায় একাধিক মামলা রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। তার পরেও সে এলাকায় রাম রাজত্ব কায়েম করে চলত। অন্য দিকে এই সাঈদ ওয়ান এক্স বেট  গেমের  ও এজেন্টের ব্যবসা করত।

তালা উপজেলার  ছাত্রদলের সদস্য সচিব  এস কে  ফারুক হোসেন এ প্রতিনিধিকে জানান, এই সাইদ বিএনপির  নাম ভাঙ্গিয়ে  সম্প্রতি মাগুরা গ্রামের দেব্রত সেনের পুত্র দীপ্ত সেনের নিকট ভয় দেখিয়ে  ৪৫ হাজার টাকা  চাঁদাবাজি করেছে। মাগুরা বাজারের ব্যবসায়ী গোলকের নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।  অন্য দিকে মাগুরা গ্রামের কাজল দায় এর পুত্র রিপনের বাড়িতে  গাজা রাখার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা চাঁদা আদায়  করে সে।

এ বিষয়ে  তালা থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহিনুর  রহমান এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত সাইদের বিরুদ্ধে  মামলার প্রস্তুতি চলছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement