তৌকির আহাম্মেদ,সাভার:
সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম ফজলুর রহমান (৪৭)। তিনি সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় রাজধানী ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এরআগে দুপুরে সাভারের বলিয়ারপুরে ট্রাক চাপায় গুরুতর আহত হন পুলিশের ওই কর্মকর্তা। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ এর চালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমিনবাজার এলাকায় দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলযোগে সাভার থানার দিকে আসছিলেন উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এসএন সিএনজি পাম্পের সামনে উল্টো দিক থেকে আসা একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ফজলুর রহমানকে প্রথমে রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরবর্তীতে স্পশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টায় তিনি মারা যান।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক রাকিব মিয়াকে গ্রেফতার করা হয়েছে।