সাভারে ভুল চিকিৎসায় শ্রমিকের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তৌকির আহাম্মেদ,সাভার:

সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় হাসপাতালটিতে তালা ঝুলিয়ে ডাক্তার ও নার্সরা পলাতক রয়েছে। সবাই পালিয়ে যাওয়ার সময় এক নার্সকে আটক করেছে পুলিশ।

ভুল চিকিৎসায় মারা যাওয়া ওই গার্মেন্টস শ্রমিকের নাম হাফিজুর রহমান । তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। স্ত্রী সন্তান নিয়ে তিনি আশুলিয়ার বাংলাবাজারে ভাড়া বাসায় থেকে স্থানীয় শারমিন গ্রুপে অপারেটর হিসেবে কাজ করতেন।

নিহতর স্ত্রী মালা বেগম অভিযোগ করে বলেন, গতকাল রাতে তার স্বামী মানিকগঞ্জ থেকে আশুলিয়া আসার পথে বাইশমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সাভারের তালবাগ এলাকায় সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করে। এসময় তার পেট ব্যথা উঠলে হাসপাতালের নার্সরা তাকে বেশ কয়েকটি পেট ব্যথার ইনজেকশন পুশ করেন। পরে ভোররাতে তিনি মারা যান।

এঘটনার পর হাসপাতালের ডাক্তার নার্স ও কর্তৃপক্ষ নিহতের স্বজনদের ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেবিকা নামের এক নার্স আটক করে এবং পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাের মর্গে প্রেরণ করে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement