সাভারে ৫’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তৌকির আহাম্মেদ,সাভার:

সাভারে ৫০০ পিস ইয়াবাসহ শামীম আহম্মেদ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (২২ মার্চ)) সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদক কারবারি শামীম রাজফুলবাড়িয়ার শোভাপুরস্থ নগরচর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ডিবি-ঢাকা জেলা উত্তরের সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে বিশেষ অভিযানে বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য রাজফুলবাড়িয়ার শোভাপুরস্থ নগরচর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে শামীম আহম্মেদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাঁচশত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়াও তার বিরুদ্ধে সাভারসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement