তৌকির আহাম্মেদ,সাভারঃ
সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার সিটি সেন্টারের বাফেট লাউঞ্জে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকার।
গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান, ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সাভার পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম। সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন।
সাভার প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান,সহ-সভাপতি হাফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী ও সাবেক অর্থ-সম্পাদক তৌকির আহাম্মেদসহ সাভারে কর্মরত বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিকরা