সারা বিশ্বে অত্যাচারী সরকার হিসেবে চিহ্নিত হয়েছে বিনা ভোটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা – কাজী রওনাকুল ইসলাম টিপু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, সারা বিশ্বে অত্যাচারী সরকার হিসেবে চিহ্নিত হয়েছে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার বিনা ভোটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে নির্যাতিত সরকারের মধ্যে এক নাম্বারে। শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল। ছাত্র ও গণ আন্দোলনের ফলে সেই নিকৃষ্ট জালিম শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে ভারতের আশ্রয় নিয়েছে।

রবিবার সকালে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করবে। জনগণকে সাথে নিয়ে নির্বাচনে জয়লাভ করতে পারলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে।

কাউখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, সাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়াসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement