আমাদের কণ্ঠ প্রতিবেদক:
কেরাণীগঞ্জে সংবর্ধিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মো.ইউসুফ আলী। রাজধানীর রমনা পার্কে প্রাত:ভ্রমনকারিদের সংগঠন উজ্জীবন বাংলাদেশ তাদের ২০২৫-২৬সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সাংবাদিক মো.ইউসুফ আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি তাকে এ সংবর্ধনা জানায়। গতকাল বুধবার রাতে কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি তাদের জিনজিরাস্থ মডেলটাউনের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।এসময় সাংবাদিক মো.ইউসুফ আলীকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য-সাংবাদিক মো.ইউসুফ আলী কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি সভাপতি সৈয়দ আবুল হোসেন খোকনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো.জসীম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান বাদল,মো.আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আবুল বাশার,অর্থ বিষয়ক সম্পাদক-মো.মোশারেফ হোসেন,দপ্তর সম্পাদক মো. লিটন মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মো.নিজাম উদ্দিন ,আইন বিষয়ক সম্পাদক-এ্যাড.জাকির হোসেন বিশ^াস,ক্রীড়া বিষয়ক সম্পাদক- মীর হাবিবুর রহমান ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-রেজাউল করিম (রেজা), মহিলা বিষয়ক সম্পাদক- শামীমা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- শাহ আলম ফরায়েজী,কার্য নির্বাহী সদস্য- মো.তাইফুর রহমান, কাজী মিরাজুল ইসলাম,মো. রেজাউল ইসলাম,মো.বেল্লাল হোসেন, কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উজ্জীবন বাংলাদেশ রমনা পার্কের সদস্য মো.রায়হান খান, চড়াইল নূরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উজ্জীবন সদস্য মো.জসীম উদ্দিন,সহকারি শিক্ষক মো.সিদ্দিকুর রহমান, উজ্জীবন সদস্য মো.অলি উল্লাহ অলি,ইমরান হোসেন ইমুসহ উভয় সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।