নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি সক্রিয় সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা সায়মন হাওলাদার (২১) কে আটক করেছে র্যাব-১১। এসময় তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র সুইচ গিয়ার উদ্ধার করা হয়।গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার সকালে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃত সায়মন হাওলাদার মোগরাপাড়া এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে। তার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ছিনতাইকারী চক্র সক্রিয়ভাবে ছিনতাই করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্ত করা হবে বলে জানিয়েছে র্যাব।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খাঁন বলেন, র্যাব এখনো কাউকে থানায় হস্তান্তর করেনি। হস্তান্তরের পর পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।