সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোঃ সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যায় মো. হান্নান মিয়া (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামীকে খালাস প্রদান করেন।

 

দন্ডপ্রাপ্ত মো. হান্নান মিয়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁয়ের থানায় দায়ের করা হত্যা মামলায় হান্নান মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস দেওয়া হয়।

 

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ব্যুরো বাংলাদেশ নামের এনজিওতে মো. সাজেদুর রহমান সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। ঋণের কিস্তির টাকা আদায়ের জন্য ২০২০ সালের ৬ সেপ্টেম্বর দুপুরে বারদী ইউনিয়নের মিস্ত্রীপাড়া গ্রামের সামসুদ্দিনের বাড়িতে যান। এসময় সামসুদ্দিনের ছেলে হান্নানের সাথে কিস্তি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হান্নান মিয়া ও তার সহযোগীরা এনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে জোরপূর্বক ঘরে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনার পরদিন সোনারগাঁ থানায় তৎকালিন বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত হান্নান মিয়া নামের যুবককে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন।

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement