নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেবিল হান্ট অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান হাসান, সোনারগাঁ পৌরসভার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি বিল্লাহ ও জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেসা. শফিকুল ইসলাম।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর এলাকায় আওয়ামীলীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে নিরীহ ছাত্রদের ওপর হামলা করে। আগ্নোয়াস্ত্রের গুলিতে ৩জন নিহত ও কয়েকশ আহত হয়। ওই ঘটনায় সোনারগাঁ থানায় নিহত ও আহতদের স্বজনরা ৫টি মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।