নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ দুটিকারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১১ ডিসেম্বর ) দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামশিদ ইরাম খাঁনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এসময় মক্কা ফুড নামের একটি খাবার তৈরির কারখানা ও দুই ভাট্টি বিশিষ্ট একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের মেঘনা ঘাট জোনের ব্যবস্থাপনক প্রকৌশলী মো. শাকিল মন্ডল জানান, দীঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় দুটি প্রতিষ্ঠানের মালিক অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ৯৫০ ফুট পাইপ উত্তোলন করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি চুনা ভাট্টি এক্সেভেটারের মাধ্যমে ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা সোনারগাঁ ফায়ার সার্ভিস ও বিপুল পরিমাণ পুলিশ সহযোগিতা করেন।
তিনি আরো বলেন, দুটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঘন্টায় প্রায় ৮ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হবে ।