মাসুদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় শাহজাহান নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে রগ কেটে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার বিকেলে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে আহত করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা আল ইসলাম মঙ্গলবার বিকেলে বাদি হয়ে ৭জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে জড়িতরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
নিহতের মা রিনা বেগম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোরবানপুর এলাকায় একটি বালুর মাঠে আগে থেকে উৎ পেতে থাকা সাকিব, বিজয় ও ইমরান, আনোয়ার ও নূর হোসেনসহ ৮-১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে আহত শাহজাহানকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে নিবীর পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করে। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
নিহতের বাবা আল ইসলাম বলেন, কয়েক বছর আগে পুলিশের কাছে তাদের অপকর্মের স্বাক্ষী দেওয়ার কারনে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করেছে। তার ছেলে শাহজাহানের আরিয়ান নামের এক শিশু সন্তান রয়েছে। দেড় বছর আগে আরিয়ানের মা মারা যায়। এখন তার বাবা হারা হলো। এ হত্যাকান্ডের বিচার দাবি করেন তিনি।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে আসছে। এক সময় শাহজাহান তাদের মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। সেই মাদকের টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ হয়। সেই টাকার জন্যই শাহজাহান খুন হয়। তবে ওই চক্রটি নির্বিঘ্নে ওই এলাকায় অপকর্ম করে গেলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
সোনারগাঁ থানার ওসি আব্দুল মোহাম্মদ বারী বলেন, পাওনা টাকার দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত করেছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।