সোনালী ব্যাংকের নতুন এমডি শওকত আলী খান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খোন্দকার আব্দুল মান্নান বাবুঃ

 

শওকত আলী খান সম্প্রতি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরি চালক (এমডি ) ও প্রধান নির্বাহী কর্মকর্র্মতা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন। ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেন।

 

এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি ) এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। কৃষি ব্যাংকের এমডি হওয়ার আগে মোঃ শওকত আলী খান রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরি চালক (ডিএমডি ) ছিলেন। তিনি ১৯৯৮ সালে বিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগ দেন।

 

২৬ বছরের কর্মজীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা,স্থানীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের এইচআর, শিল্প ঋণ, এমএসএমই, আইটি, ট্রেজারি , সংস্থাপন, আইন, কৃষি ও ক্ষুদ্রঋণ এবং আন্তর্জাতিক বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রূপালী ব্যাংকের প্রধান রিক্স অফিসার, ক্রীড়া পরিষদের সভাপতি ছিলেন।

 

শওকত আলী খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement