আমাদের কণ্ঠ প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন হলেই প্রকৃত সংস্কার সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ১৪ মার্চ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কেরাণীগঞ্জ মডেল থানাধিন শাক্তা ইউপি’র নবাবচর স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। ব্যারিষ্টার অমি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তাঁতে রাষ্ট্র প্রধান হিসেবে কেউ দুইবারের বেশি না থাকার কথা উল্লেখ করেছেন।
তিনি আরও বলেন, বিএনপি ভালো মানুষের দল। কোন মাদকাসক্ত, মাদক কারবারী বা ভুমিদখলকারী বিএনপির সদস্য থাকতে পারবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এর আগে তিনি শাক্তা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন।
শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি হাজী শামীম আহসান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন, ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদল নেতা হাজী সাইফুল ইসলাম প্রমুখ।