তৌকির আহাম্মেদ,সাভারঃ
পারিবারিক কলহের জের ধরে সাভারে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কৌশলে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে বিরুলিয়ার ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার একটি বাঁশঝারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর আজ ভোরে পাষন্ড ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।
সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘানগর গ্রামের নুরুল হকের মেয়ে পোশাক শ্রমিক তানিয়া আক্তার (২৪) স্বামী সোহাগ মোল্লার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়া বউ বাজার এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ।
সোহাগ মোল্লা তানিয়ার দ্বিতীয় স্বামী । একই কারখানায় চাকরির সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের কারণে তানিয়া তাঁর প্রথম স্বামীকে তালাক দিয়ে বছর খানেক আগে সোহাগ মোল্লাকে বিয়ে করেন ।
তানিয়াও সোহাগ মোল্লার দ্বিতীয় স্ত্রী । কিন্তু সোহাগ তাঁর প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন।
তানিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । বিষয়টি জানার পর তানিয়ার সঙ্গে সোহাগ মোল্লার দাম্পত্য কলহ শুরু হয়। এর জের ধরে পরিকল্পনা করেন তানিয়া হত্যা করার।
এর জের ধরেই সোহাগ গত বুধবার (২৩ এপ্রিল) তানিয়াকে সুকৌশলে সাভার বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক শেষে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ ঘটনাস্থলে রেখে তিনি পালিয়ে যান ।
গত শুক্রবার ঘটনাস্থল থেকে পুলিশ তানিয়ার লাশ উদ্ধার করে। পরিচয় সনাক্তের পর তানিয়ার পিতা নূরুল হক শনিবার একটি হত্যা মামলা দায়ের করলে ওই মামলায় শনিবার পুলিশ ঘাতক সোহাগ মোল্লকে গ্রেফতার করে।
সোহাগ মোল্লা প্রাথমিকভাবে এসব তথ্য পুলিশের কাছে স্বীকার করেছে বলেও এ সকল তথ্য জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা।