সাতক্ষীরার তালার কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান রিয়াজুল গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম সাতক্ষীরা:

সাতক্ষীরায় কুখ্যাত ডাকাত ও রিয়াজুল বাহিনীর প্রধান মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা খুলনা জেলার বটিয়াঘাটা থানার সূরখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে তালা থানাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দাঙ্গা সৃষ্টি, কালোবাজারী, সরকারীকাজে বাধাদান, হামলা ও অস্ত্র মামলাসহ ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত রিয়াজুল ডাকাত তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের মৃত বাছতুল্লাহ মোড়লের ছেলে। ২০১১ সালে তালায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী সে। মঙ্গলবার বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্নেল ফয়সাল আহমেদ। কোম্পানি কমান্ডার আরও জানান, রিয়াজুল ডাকাত গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী ছিল। এছাড়া সম্প্রতি জেলায় ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ার পেছনে রিয়াজুলের সক্রিয় ভূমিকা আছে বলে গোয়েন্দা সংস্থা গুলোর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, তাকে দুপুরে তালা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement