হাসিনা সরকার ১৫ বছর জেল,জুলুম, হত্যা, গুম করে মানুষের কন্ঠ রোধ করে রেখেছিল – হাবিবুল ইসলাম হাবিব 

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সদ্যকারামুক্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৭ সেপ্টম্বর) বিকাল ৫ টায় কুমিরা হাইস্কুলের বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি তার বক্তব্যে বলেন খুনি হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকে রেখেছিল। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্ররা আজ আন্দোলন করে এদেশের জালিম সরকারকে হটিয়েছে।তা না হলে এ বিজয় সম্ভব ছিল না। তিনি আরও বলেন, শেখ হাসিনার জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। শেখ হাসিনাকে চিরতরে বিদায় করেছে ছাত্রজনতা। নির্যাতন করে কেউ কখনও ক্ষমতায় থাকতে পারেনি এটা তার প্রমান।

হাসিনা সরকার বিগত ১৫ বছরে এদেশের লক্ষ লক্ষ নেতাকর্মিকে জেল, জুলুম, হত্যা,গুম করে মানুষের কন্ঠকে রোধ করে রেখেছিল। তিনি বলেন প্রতিশোধ নয় দেশ গড়ার কাজে সকল নেতাকর্মিকে কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আমিনুল ইসলাম,  কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ মুহম্মাদ খালিদ হোসেন, খুলনা মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী শাহানা পারভীন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, জেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান খোকা, কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম,যুবদলের নেতা মোস্তফা হোসেন মন্টু,আনিছুজ্জামান আনিছ প্রমুখ।

হাবিবুল ইসলাম  শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি। গত কাল সড়ক পথে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে দলীয় নেতাকর্মিরা মোটর শোভাযাত্রা করে তাকে কুমিরা সংবর্ধনা স্থলে নিয়ে আসেন। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজর নেতাকর্মি সমর্থক উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *