এস এম আলমগীর হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কলাপাড়ায় এবার ধুলাসার ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে মৎস্য ভিজিএফ এর ১৩৯ বস্তা চাল চুরি হয়েছে। প্রত্যেকটি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। শনিবার দিবাগত রাতের যে কোন সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এ পরিমাণ চাল নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় মহিপুর থানায় একটি জিডি করা হয়েছে।
জানা গেছে, ইউনিয়নের ১৭৪৮ কার্ডধারী জেলেদের দ্বিতীয় কিস্তির চাল শনিবার থেকে বিতরণ শুরু হয়। চারটি ওয়ার্ডের চাল বিতরণ করা হয় ওইদিন। বাকি পাঁচ ওয়ার্ডের চাল রবিবার বিতরণ করতে গিয়ে গোডাউনের তালা নেই। দরজা খোলা পাওয়া যায়। দেখা যায় চালের ঘাটতি রয়েছে। পরে গণনা শেষে ১৩৯ বস্তা চুরির বিষয়টি নিশ্চিত করা গেছে।
উল্লেখ্য, ইতিপুর্বে টিয়াখালী ইউনিয়নে ২২ বস্তা ভিজিডির চাল লুট করেন এক মহিলা মেম্বার লিজা। মিঠাগঞ্জে প্রকৃত বহু কার্ডধারী জেলের ভাগ্যে ভিজিএফ এর চাল জোটেনি। কলাপাড়ায় যেন ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণের অনিয়মের গল্পের যেন শেষ নেই।