রূপগঞ্জে নবনিযুক্ত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

 

 

মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

রূপগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আশরাফুল আলম সিদ্দিকী,  উপস্থিত ছিলেন সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর মালুম, মুড়াপাড়া সরকারি    পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, কাজী আব্দুল হামিদ হাই স্কুলের প্রধান শিক্ষক  গোলাম আহসান হাবীব, আব্দুল হক ভূইয়া ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা খান, কামসাইর ইমান ভূইয়া ক্রিয়েটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নওয়াব ভূইয়া,গন্ধর্বপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস,  সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নাজমুল হাসান, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ হোসেন মোল্লা, নাওড়া হাজী ইয়াদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস, কাজী মহিউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির, মাঝিনা মৌজা আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

 

শিক্ষকরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেন এবং বলেন শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস করতে হবে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতি কম হচ্ছে। এতে অভিভাবকদের সচেতন হতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের বলেন- শিক্ষার্থীদের মন অনেক নরম, ওরা ছোট মানুষ, ওরা অবুঝ, ওদের আদর করতে হবে। ওদের সাথে মিশতে হবে, বুঝাতে হবে।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। সামনে বার্ষিক এবং এস,এস,সি পরিক্ষা।পরে হালকা নাস্তা খাওয়ার পরে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *