মোঃ রফিকুল ইসলাম খান,পাইকগাছা (খুলনা)প্রতিনিধি :
কপিলমুনি সিটি প্রেসক্লাবের আগামী তিন বছরের জন্য পরিচালনা পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে । শনিবার সকাল ১১-৩০টায় কপিলমুনি সিটি প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি এম আজাদ হোসেন(দৈনিক যশোর বার্তা) সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান(দৈনিক আমাদের কন্ঠ ও রুপান্তর প্রতিদিন) কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র দে(দৈনিক তথ্য)। সহ-সভাপতি বদরুল আলম(দৈনিক কল্যাণ) সহ-সম্পাদক পলাশ মজুমদার(দৈনিক আইন বার্তা) সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু(দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন,দৈনিক দৃষ্টিপাত)ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পবিত্র মন্ডল(দৈনিক সমাজের কাগজ) দপ্তর সম্পাদক আঃ কুদ্দুস খান(কপিলমুনি নিউজ)প্রচার সম্পাদক জয় খান(দৈনিক ঢাকা) কার্যকরী সদস্য সঞ্জয় পাল (এস ডাবলু নিউজ) সদস্য ইকবাল হোসেন(খুলনা টাইমস) আসাদুজ্জামান মালী(দৈনিক সমাজ চেতনা) ফটো সাংবাদিক আঃ মজিদ গাজী ।