সাদুল্লাপুরে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:

মাদক,জুয়া,ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যহত রেখেছে র‍্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্প। চলমান এ অভিযানের অংশ হিসেবে র‍্যাবের একটি চৌকস টিম গতকাল ২৩ তারিখে সাদুল্লাপুরে অভিযান চালিয়ে  একটি প্রাইভেটকার থেকে ৩৮৭ বোতল ফেনসিডিল  জব্দ করেন। একইসঙ্গে মুক্তা আক্তার পাখি (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেন।

সোমবার রাতে র‍্যাব -১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি মুক্তা আক্তার পাখি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম সারাডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঝাউলার বাজাের পাকা রাস্তার ওপর একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন,  গ্রেফতারকৃত পাখির বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে এ থানায় হস্তান্তর করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *