সাতক্ষীরায় ডিবির অভিযানে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার, পালাল মাদক চোরাকারবারি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা:

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে দেবহাটা উপজেলার বহেরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ মাহবুর আলম (৪০) ও মোঃ আমানিউল্ল্যা(৩৫) এর নিকট থাকা ১৮০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বহেরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা পুলিশের এসআই রুবেল আহমেদ, এএসআই বিএম তৌহিদুজ্জামান, সঙ্গীয় ফোর্সের সহায়তায়  অভিযান চালালে পলাতক আসামি বহেরা উত্তর পাড়ার মোঃ মাহবুর আলম (৪০) ও মোঃ আমানিউল্ল্যা(৩৫) এর নিকট থাকা ১৮০ ফেনন্সিডিল ফেলে পালিয়ে যায়।

এব্যাপারে ফেন্সিডিল উদ্ধারসহ দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) এর ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৯,তারিখ-২৬/০৯/২০২৪। পালাতক আসামী মোঃ মাহবুর আলম পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *