কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিবেদক:
কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারির ঠাই বিএনিপিতে নেই। বিএনপি সাধারণ এবং ভালো মানুষের দল , এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আমানউল্লাহ আমান বলেছেন, তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে,গণতন্ত্রকে ধরে রাখতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রজনতা যে রক্ত দিয়েছে সে রক্তের প্রতিদান দিতে হবে। গতকাল শনিবার বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা বিএনপির নামে সন্ত্রাসী চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, আমাদের দলে কোন সন্ত্রাসের স্থান নেই।
রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি। তাছাড়া কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি রুহুল আমিন, অধ্যাপক আব্দুল কাইয়ুম,সোহানুর রহমান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।