পিরোজপুরে বিড ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বিড ফাউন্ডেশন এর আয়োজনে ও নিউট্রিশন ক্লাবের সহযোগীতায় এ দিবস পালিত হয়। অনুষ্টানে ভান্ডারিয়া হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিক মিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ারা জেসমিন, মাজেদা বেগম মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: এনায়েত করিম। এছাড়াও নিউট্রিশন ক্লাবের সদস্য, ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজো এবং গল্প বলার কার্যক্রমে অংশগ্রহণ করে। মাজেদা বেগম মহিলা কলেজ এর অধ্যক্ষ মো: এনায়েত করিম বলেন, বিংশ শতাব্দীতে আজ কন্যা শিশুরা বোঝা নং বরং সম্পদ। ভবিষ্যতে কন্যা শিশুরাই এদেশের উন্নয়নকে সমুন্নত রাখবে। মানিক মিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ারা জেসমিন বলেন, কন্যা শিশু আমাদের বোঝা নয়, কন্যারা আমাদের সম্পদ। হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান বলেন, একটি কন্যা শিশুকে সঠিকভাবে গড়ে তোলা মানে একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নেওয়া। আজকে কন্যা শিশুরা সমাজ দেশ ও বিশ্ব শান্তির অগ্রদূত। তাদের প্রতিভা বিশ্বকে সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার জন্য সকল প্রকার চেষ্টা চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *