সাংবাদিক হত্যার আসামি তিন ঘন্টার মধ্যে গ্রেফতার 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় ৩৩ নং ওয়ার্ডের রঘুরামপুর টানপাড়া (বাইদ্দাখলা) এলাকায় পূর্ব-শত্রুতার জের ধরে সাংবাদিক স্বপন ভদ্র’র  হত্যাকারীকে তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকালে নিজ বাড়ি পাশে দৈনিক স্বজন পত্রিকার প্রাক্তন সাংবাদিক স্বপন ভদ্র (৭০)কে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতক পালিয়ে যায়।

সাংবাদিক স্বপন ভদ্র (৭০),করম আলী মাঠ রঘুরামপুর এলাকার মৃত নগেন্দ্র ভদ্রের ছেলে।

এ খবর পেয়ে এসপি আজিজুল ইসলাম ঘটনার স্থানে যান সেখানে কথা দিয়ে ছিলেন পরিবার এবং এলাকাবাসীর অল্প সময়ের মধ্য আসামীকে আটক করা হবে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করছি। যে কথা সেই কাজ পালিয়ে সাংবাদিককে হত্যা করে তিন ঘন্টাও পালিয়ে থাকতে পারেনি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাত্র তিন ঘন্টার মধ্যে আসামী মোঃ সাগর (১৮)কে গৌরিপুর থানা পুলিশের সহযোগিতায় পাছার বাজার নানার বাড়ি এলাকার একটি বাড়ি থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি টীম আটক করে।

গ্রেফতারকৃত আসামি, সাগর, গৌরিপুর উপজেলার পাছার বাজার এলাকার বাবুল হোসেন এর ছেলে। আসামি সাগর বর্তমানে রঘুরামপুর, টানাপাড়া, এলাকায় থাকতো।

এসপি আজিজুল ইসলাম প্রেস ব্রিফিং বলেন, নিহত স্বপন ভদ্র সাংবাদিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় রঘুরামপুর এলাকায় মাদকের প্রাদুর্ভাব সম্পর্কে পত্রিকায় লেখালেখি করলে আসামী সাগর তার প্রতি ক্ষুব্ধ হয় এবং বছরখানেক আগে স্বপন ভদ্র কে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।

আসামী নিজে একজন স্বভাবগত মাদকসেবী এবং খুচরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এলাকায় বিভিন্ন অপকর্মের পাশাপাশি সে ফেসবুকে এবং মোবাইলে বিভিন্ন সময় স্বপন ভদ্রকে হুমকি প্রদান করেছে। এই পূর্ব-শত্রুতার জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। আরো তথ্য বের হবে এ হত্যা কান্ডের সাথে যারাই জড়িত কেউ ছাড় পাবে না।

ঘটনায় ব্যবহৃত ধাঁরালো দেশীয় অস্ত্র ‘দা’ ইতোমধ্যে উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংক্রান্তে পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম কোতোয়ালী থানায় একটি প্রেস ব্রিফিং করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *