সংস্কারে ব্যর্থ হলে আপনারা সন্মানের সাথে ক্ষমতা ছেড়ে দিন – ভিপি নুর

মো: মহিউদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন- সংস্কারে ব্যর্থ হলে আপনারা সন্মানের সাথে ক্ষমতা ছেড়ে দিন,অন্তর্বর্তীকালীন  সরকারের প্রতি আহ্বান জানান ভিপি নূর। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ  গণধিকার পরিষদের আয়োজনে ঝিনাইদহ  শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ  মাঠে সমাবেশে উপস্থিত হয়ে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুর আরও বলেন, ‘আমরা অনেক রক্ত দিয়েছি -একাত্তরে রক্ত দিয়েছি, নব্বই এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আমরা আর রক্ত দিতে চাই না জীবন দিতে চাই না।’ আপনাদের ভুলে গেলে চলবে না দুই মাস হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান করে একটি ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ ঘটিয়েছে। ফ্যাসিস্টরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে । তাই তাদের চক্রান্ত সম্পর্কে সচেতন থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে।

সহ-শিক্ষক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সভাপতি, গন অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা  প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল জাহিদ রাজনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ,হাসান আল মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইলিয়াস হোসেন ক্রিড়া বিষয়ক সম্পাদক, শহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আনিসুর রহমান মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক,রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক  রকিবুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লা আল মামুন বাংলাদেশ পেশাজীব অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা আহবায়ক নাসির আল সাদী ও বাংলাদেশ পেশাজীব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মিশন আলী সহ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *